logo

শীতে কাঁপছে দক্ষিণ কোরিয়া, হংকং

শীতে কাঁপছে দক্ষিণ কোরিয়া, হংকং

সিওল, ২৫ জানুয়ারি- দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র জেজু দ্বীপে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে।

বিবিসি বলছে, এতে শত শত বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে । এর ফলে দ্বীপটিতে যারা ভ্রমণ করতে গিয়েছেন তারা আটকা পড়েছেন।

১১ সেন্টিমিটার (চার দশমিক তিন ইঞ্চি) তুষারপাতের কারণে রোববারের সূচিতে থাকা ৫১৭টি ফ্লাইটের সবগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। সোমবারের প্রায় ৬০টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

অপরদিকে প্রায় ৬০ বছরের মধ্যে রেকর্ড নিম্ন তাপমাত্রায় কাঁপছে হংকংবাসী। বন্দর এ শহরটিতে তাপমাত্রা নেমে তিন ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

নগর সরকারের এক ওয়েবসাইটে বলা হয়েছে, “হংকংয়ে প্রচণ্ড শীত পড়েছে ও শীতল বাতাস বইছে। লোকজনকে গরম কাপড় পড়ে থাকার এবং শীতল বাতাসে বেশিক্ষণ না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

আবহাওয়ার খবরে হংকংয়ের সবচেয়ে উঁচু পর্বত তাই মো শানে পানির উপর হালকা বরফের আস্তরণ পড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছিল। 

“আবহাওয়া বার্তা শুনে মনে হল এখানে বরফ জমতে পারে, তাই তা খুঁজে দেখতে এসেছি। কিন্তু বৃষ্টির কবলে পড়েছি। ভোর ৪টার দিকে ভারী বৃষ্টি হওয়ায় আমি আর উপরে যেতে পারছি না,” বলেন এক ব্যক্তি।

আরেক জন বলেন, “পর্যাপ্ত পোশাক পড়ে থাকলে ঠাণ্ডাটা অত খারাপ লাগবে না।”

তৃতীয় আরেক জন বলেন, “আমার জন্য এ অনেক ঠাণ্ডা। হংকংয়ে এত ঠাণ্ডা পড়ার কথা নয়। এটা হংকং নয়।”

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা আবহাওয়ার মুখে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কর্তা জারি করেছে চীন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি জানিয়েছে, ১৯২৯ সালের পর থেকে এই প্রথমবারের মতো গুয়াংজুতে তুষারপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।

জাপানি বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, ২৪ ঘণ্টায় আবহাওয়াজনিত দুর্ঘটনায় দেশটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কাগোশিমা থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ক্রান্তীয় দ্বীপ আমামিতে ১১৫ বছরের মধ্যে প্রথম তুষারপাত হয়েছে।