logo

আমি গৌরবের সন্তানের মা হতে চাই: মানদানা কারিমি

আমি গৌরবের সন্তানের মা হতে চাই: মানদানা কারিমি

সম্প্রতি বিটাউনে বেশ আলোচনায় রয়েছেন ইরানি মডেল ও অভিনেত্রী মানদানা কারিমি। থাকবেন না বা কেন? বিগ বস ৯ ছিলেন এই অভিনেত্রী। সেখান থেকেই যে শুরু আলোচনার। তাছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘ক্যায়া কুল হ্যায় হাম ৩’ ছবি। ছবি মুক্তির আগে এবং পরে সব সময় যেন আলোচনায় তিনি। কখনও নগ্ন ফটোশুট আবার কখনও খোলামেলা কথায়। এবারও যেন তার ব্যতিক্রম হলেন না। আবারো তার কথায় খবরের শিরোনামে চলে এসেছেন তিনি। সম্প্রতি বি-টাউনের একটি সূত্রের খবর, ‘বিগ বস ৯’ এর পরই নাকি বিয়ে করতে চলেছেন ২৭ বছরের এই অভিনেত্রী। 

কাকে বিয়ে করতে চলেছেন এমন প্রশ্নে  স্পষ্ট উত্তর না দিলেও এ বার নিজেই এ বিষয়ে মুখ খুললেন মানদানা। মানদানা বলেছেন, ‘আমি গৌরবকেই বিয়ে করতে চাই। আর আমি তার সন্তানের মা হতে চাই’।

গৌরব গুপ্ত হচ্ছেন মুম্বাইয়ের একজন ব্যবসায়ী। আর তাকেই বিয়ে করতে চলেছেন মানদানা। তার সঙ্গে মানদানাকে অনেকবারই দেখা গেছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে এখন শুধু বিয়ের দিনক্ষণ শোনার অপেক্ষা।