logo

'বিকলাঙ্গ' নয় 'দিব্যাঙ্গ', মোদির শব্দচয়নে মুগ্ধ বিগ বি

'বিকলাঙ্গ' নয় 'দিব্যাঙ্গ', মোদির শব্দচয়নে মুগ্ধ বিগ বি

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি- প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শব্দগুলোই সাধারণত সকলে বলে থাকেন। কেউ কেউ অবশ্য ‘ডিফারেন্টলি অ্যাবেলড’ বলে থাকেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন ‘দিব্যাঙ্গ’। এ শব্দচয়ন মুগ্ধ করেছে বলিউডের অমিতাভ বচ্চনকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের এই নতুন শব্দের কথা জানিয়েছেন বিগ বি।

সম্প্রতি রেডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি এই নতুন শব্দ ব্যবহারের আবেদন জানিয়ে বলেন, যারা অঙ্গহীন তাদের ‘বিকলাঙ্গ’ না বলে যেন ‘দিব্যাঙ্গ’ বলা হয়। অর্থাৎ অঙ্গহীনতার ওপর জোর না দিয়ে, যেন না-দেখা বা অদৃশ্য অঙ্গ এরকমটিই ভাবা হয়। এ সমাজ যাতে প্রতিবন্ধীদের মর্যাদা ও সম্মানের জীবন দিতে পারে, সে কারণেই এ শব্দের ব্যবহার চান তিনি।