logo

বুকে সিংহের ছবি, নতুন গেইল

বুকে সিংহের ছবি, নতুন গেইল

ক্রিস গেইলের নতুন রূপ। এবার নিজের বুকে সিংহের ছবি এঁকে তা  পোস্ট করলেন ইনস্টাগ্রামে। গেইলের বুকে সিংহের যে ছবি আঁকা রয়েছে, তার মাথায় আবার রয়েছে মুকুট। আর বুকে লেখা ‘ডোন্ট ব্লাশ’। বুকের এ ছবি দিয়ে কি বোঝাতে চেয়েছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান?

 কোনও নির্দিষ্ট ঘটনাকে কি উল্লেখ করলেন গেইল? প্রসঙ্গত, বিগ ব্যাশের ম্যাচ চলাকালীন এক মহিলা উপস্থাপককে অপমানজনক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন মেলবোর্ন রেনেগেডসের ব্যাটসম্যান ক্রিস গেইল। তার জন্য গেইলকে জরিমানা পর্যন্ত গুনতে হয়। মহিলা সঞ্চালিকাকে ডেটিং যাওয়ার অনুরোধ করে প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার পাত্র হতে হয় গেইলকে। তাতেও দমবার পাত্র নন তিনি। প্রাক্তনদের একহাত নিয়েছেন। তাঁদের কটূ মন্তব্য করতেও ছাড়েননি।