logo

আনুশকার সঙ্গে পারিশ্রমিক দ্বন্দ্বে আয়ুষ্মান খুরানা

Shamima Seema


আনুশকার সঙ্গে পারিশ্রমিক দ্বন্দ্বে আয়ুষ্মান খুরানা

কথা ছিল এবছর আবারো সিনেমা বানাবেন বলিউডের মেধাবী অভিনেত্রী আনুশকা শর্মা। আর এই ছবিতে নায়কের ভূমিকায় আনুশকার প্রথম পছন্দ ছিলেন ‘ভিকি ডোনার’ খ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানা। কিন্তু জানা গেল, এই ছবির জন্য পারিশ্রমিক নিয়ে আনুশকার সঙ্গে ঝামেলা চলছে এই অভিনেতার।

এই নায়িকা ২০১৪ সালে ‘এনএইচটেন’ নামের একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। প্রথম প্রযোজিত থ্রিলার ছবি ‘এনএইচটেন’ সুপার হিট হওয়ার পর রোমান্টিক ঘরানার সিনেমা বানাবেন বলেছিলেন আনুশকা। অভিনেতা আয়ুষ্মানের সঙ্গে কথাবার্তাও মোটামুটি পাকাপাকি হয়ে যাওয়ার পর হঠাৎ পারিশ্রমিক নিয়ে সমস্যা শুরু হয়েছে।

জানা গেছে, ছবির জন্য নাকি অনেক বেশি অংকের অর্থ দাবি করেছেন অভিনেতা। কিন্তু আনুশকা তাঁকে বোঝাতে চেষ্টা করেন, এটি একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র। প্রযোজকের পক্ষে তাই এত বেশি পারিশ্রমিক দেয়া সম্ভব নয়। কিন্তু আয়ুষ্মান তাঁর সিদ্ধান্তে অটল।

শেষ পর্যন্ত জানা গেছে, আনুশকা তাঁর ছবি থেকে বাদ দিয়েছেন আয়ুষ্মানকে। পাশাপাশি নিজের ছবির জন্য অন্য নায়ক খুঁজছেন বলেও খবর পাওয়া গেছে।