logo

বিশ্বের ১০ আশ্চর্য বহুতল ভবন

বিশ্বের ১০ আশ্চর্য বহুতল ভবন

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে আশ্চর্য কতগুলো বহুতল ভবন। এসব ভবন আর পাঁচটা বহুতলের মতো সামান্য নয়। নির্মাণকৌশলে একেবারে ভিন্ন। সে কারণেই পৃথিবীর আশ্চর্য বহুতলের তালিকায় উঠেছে এদের নাম।


স্টোন হাউস, পর্তুগাল
পর্তুগালের স্টোন হাউসটি দুটি শীলার মধ্যিখানে নির্মিত এই বাড়িটি। বুলেটপ্রুফ জানালা ও দরজা সবই ইস্পাতের তৈরি। এই বাড়ির ভেতরে প্রয়োজনের সব জিনিসই হাজির।


ডান্সিং বিল্ডিং, চেক রিপাবলিক
পৃথিবীর আশ্চর্যজনক নির্মাণগুলির মধ্যে এটি অন্যতম। এই বিল্ডিংয়ের নিজস্ব এক রোমাঞ্চ আছে। নির্মাণটি দেখলে মনে হবে কোমর দুলিয়ে নাচ করছে।


দ্য নিতেরই কনটেম্পোরারি আর্ট মিউজিয়াম, ব্রাজিল
এই শহরের অন্যতম আকর্ষণ হল এটি। এই বিল্ডিংটি তৈরি হয়েছে ১৯৯৬ সালে। এর উচ্চতা ১৬ মিটার ও চওড়ায় এটি ৫০ মিটার।


লা পেদ্রেরা, স্পেন
স্পেনের এই আশ্চর্য বহুতলটি কাসা মিলা নামে বিশ্বজুরে খ্যাত। এই বিল্ডিংয়ের ইতিহাস বলছে, এক দম্পতির জন্য নির্মাণ করা হয়েছিল। আকর্ষণীয় এই বাড়ির যত প্রশংসা করা যায়, ততই কম। যেমন অপরূপ, তেমনই আশ্চর্য।


দা ক্রুক হাউস, পোল্যান্ড
অত্যাধুনিক ও মজাদার এই বাড়িটি ২০০৩ সালে তৈরি। বাড়িটি দেখলে মনে হবে যেন তা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। তবে এর অস্বাভাবিক সৌন্দর্য খ্যাতনামা।


হ্যাবিট্যাট 67,  কানাডা
কানাডায় রয়েছে এই আশ্চর্যজনক কিউব আকৃতির বাড়ি। অত্যন্ত সুন্দর ও মজাদার এই বাড়ির চেহারা। বসবাসের জন্যেও আরামদায়ক।


ফরেস্ট স্পাইরাল হান্ডার্টওয়াস্সের, জার্মানি
২০০০ সালে নির্মিত হয়েছে। রং, কারুকার্য, সব মিলিয়ে বিল্ডিংটি বেশ আড়ম্বরপূর্ণ।


কিউবিক হাউস, রোটারডাম,  নেদারল্যান্ড
কিউব আকারের এই বিল্ডিংটি নেদারল্যান্ডের অন্যতম আকর্ষণের কেন্দ্র। মোট ৩৮টি ছোটো ছোটো কিউব দিয়ে নির্মিত এটি।


ক্যাথিড্রাল অফ ব্রাজিলা, ব্রাজিল
ব্রাজ়িলের অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় বিল্ডিং এটি। অসামান্য কারুকার্যে তাক লাগানো।


ন্যাশনাল সেন্টার ফর দা পারফর্মিং আর্টস, চিন

চিনের এই আশ্চর্য বহুতলটি তৈরি করতে ৬ বছর সময় লেগেছে। ২০০৭ সালে এটির নির্মাণের কাজ শেষ হয়েছে। টাইটেনিয়াম ও কাচের তৈরি এই বিল্ডিংয়ের আকার ডিম্বাকৃতি।