logo

ভেতরে কেমন দেখতে বিশ্বখ্যাত "হোয়াইট হাউজ" ? দেখুন ছবিতে

নিগার আলম


ভেতরে কেমন দেখতে বিশ্বখ্যাত "হোয়াইট হাউজ" ? দেখুন ছবিতে

ওয়াশিংটন, ২৩ জানুয়ারি- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবনের নাম “হোয়াইট হাউস”। ওয়াশিংটন, ডি.সির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটি ১৭৯২ থেকে ১৮০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। এই ভবনটির স্থাপতি ছিলেন আয়ারল্যান্ডের নাগরিক জেমস হোবান। ৬ তলা বিশিষ্ট হোয়াইট হাউসে ১৩২টি রুম, ৩৫টি বাথরুম,৪১২টি দরজা, ১৪৭টি জানালা, ২৮টি ফায়ারপ্লেইস, ৮টি সিঁড়ি এবং ৩টি লিফট আছে! আচ্ছা দেখতে কেমন এই হোয়াইট হাউসটি? চলুন তাহলে ঘুরে আসা যাক হোয়াইট হাউসের অন্দরমহল থেকে।

১।
 
হোয়াইট হাউসের বাহিরের  দৃশ্য।

২।
 
ওয়েস্ট উইং ফার্স্ট ফ্লোর: ওভাল অফিস।

৩।
 
আউটসাইড দ্যা ওভাল অফিস। 

৪।
 
ওয়েস্ট উইং ডাইনিং রুম।

৫।
 
ওয়েস্ট উইং লবি।

৬।
 
ম্যাপ রুম।

৭।
 
নেভি মেস

৮।
 
চিনা রুম

৯।
 
ভারমিল রুম

১০।
 
সেণ্টার হল।

১১।
 
লাইব্রেরীর সামনে বারাক ওবামার কুকুর বো।

১২।
 
রান্নাঘর। মিশেল ওবামা হোয়াইট হাউসের শেফের সাথে।  

১৩।
 
ক্রস হল।

১৪।
 
ফ্যামেলী ডাইনিং রুম

১৫।
 
স্টেট ডাইনিং রুম।

১৬।
 
রেড রুম

১৭।
 
ব্লু রুম।

১৮।
 
গ্রিণ রুম

১৯। 
 
গ্রান্ড স্টেয়ারকেইস

২০।
 
ইয়েলো ওভাল রুম

২১।
 
লিংকন বেডরুম

২২।
 
লিংকন সেটিং রুম

২৩।
 
কুইন্স বেডরুম

২৪।
 
ফ্যামেলি থিয়েটার

২৫।
 
কেনেডি গাডেন

২৬।
 
কিচেন গাডেন

২৭।
 
কিডস রুম

লিখেছেন- নিগার আলম