logo

বয়স ৮০ হলে বিকিনিতে হাজির হবেন জেনিফার অ্যানিস্টোন

Shamima Seema


বয়স ৮০ হলে বিকিনিতে হাজির হবেন জেনিফার অ্যানিস্টোন

এই মুহূর্তে বিকিনি পরে সমুদ্রে নামার কোন পরিকল্পনা নেই হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনের। তিনি বললেন, নিজের বয়স ৮০ হলে তবেই স্বল্প পোশাকে সামনে আসবেন তিনি।

শুনতে অবাক লাগলেও ঠিক এমনটিই বলেছেন এই অভিনেত্রী। তিনি ভেবে পান না, বয়স হলে কেন সবাই নিজেদেরকে গুটিয়ে নেন। তিনি মনে করেন, বয়স্ক হলেই সবাইকে দেখানো উচিত এই বয়সে মানুষ কেমন দেখাতে পারে। আর তাই বুড়ো বয়সেই বিকিনিতে হাজির হতে চান তিনি।

৪৬ বছর বয়সী জেনিফার জানান, তিনি যদি সাফল্যের সঙ্গে ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারেন, তবে সবাই তাকে অবশ্যই বিকিনিতে দেখতে পাবেন। আগামী মাসেই এই অভিনেত্রী ৪৭তম জন্মদিন। কিন্তু এই দিনটি উদযাপন করতে নারাজ জেনিফার। তার মতে, এতো জলদি বছর শেষ হওয়া খুবই বাজে ব্যাপার। তাই জন্মদিনের পার্টি নিরিবিলিতে করতে চান তিনি।