logo

আবারো নতুন মাইলফলকে সাকিব

আবারো নতুন মাইলফলকে সাকিব

খুলনা, ২২ জানুয়ারি- আগের ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্পর্শ করেছিলেন সব ফরম্যাট মিলিয়ে চারশ উইকেট সংগ্রহের মাইলফলক। সঙ্গে ঢুকে গিয়েছিলেন ৪০০ উইকেট ও ৮ হাজার রানের অভিজাত এক ক্লাবেও। এবার সিরিজের শেষ ম্যাচেও আরও একটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে  টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম বাংলাদেশি ও বাঁ-হাতি হিসেবে ৫০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন সাকিব। অপেক্ষা ছিলো মাত্র একটি উইকেটের। তাহলেই আরও একটি মাইলফলক স্পর্শ করতেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। কিন্তু সেই ম্যাচে দুটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেই ইনিংসের ১৭ তম ও ব্যক্তিগত শেষ ওভারে সিকান্দার রাজাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। আর এটা ছিলো তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ তম উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবের উইকেটের সংখ্যা ছিল ৪১ ম্যাচে ৪৯ টি। শুক্রবার ক্যারিয়ারের ৪২ তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

৪২ ম্যাচে ৫০ উইকেট নিয়ে সাকিব এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দশম স্থানে। ৪২ ম্যাচে ৫০ উইকেট। গড় ২০.৯৬। ইকোনমি ৬.৭১। টি-টোয়েন্টিতে সাকিব এখন পর্যন্ত চার উইকেট দুইবার।

বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আব্দুর রাজ্জাক। ৩৪ টি টি-টোয়েন্টি খেলে এই বাঁ-হাতি স্পিনারের সংগ্রহ ৪৪ উইকেট। এরপরেই আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি এখন পর্যন্ত ৩৮ টি ম্যাচ খেলে নিয়েছেন ৩০টি উইকেট।

এছাড়াও সাকিব এখন পর্যন্ত ৪২ টি টেস্ট খেলে নিয়েছেন ১৪৭ টি উইকেট। এক ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন ১৪ বার এবং দশ উকেট নিয়েছেন এক বার। এছাড়াও ১৫৭ টি ওয়ানডে খেলে নিয়েছেন ২৯৬টি উইকেট। যেখানে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন এক বার।