logo

প্যারিস হামলাকারীদের দুইজন ইরাকি, বলছে আইএস

প্যারিস হামলাকারীদের দুইজন ইরাকি, বলছে আইএস

প্যারিস, ২১ জানুয়ারি- ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বছর নভেম্বরে হামলাকারীদের মধ্যে দুই জন ইরাকের নাগরিক বলে দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)।

নিজস্ব ‘দাবিক’ ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণে আইএস এ দাবি করেছে বলে জানিয়েছে বিবিসি।

গত বছর ১৩ নভেম্বর প্যারিসে কয়েকটি স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন প্রাণ হারায়।

ফরাসি কর্তৃপক্ষ ৯ হামলাকারীকে সনাক্ত করেছে। কিন্তু স্তাদে দে ফ্রঁসে স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলাকারী দুই জঙ্গির জাতীয়তা নিয়ে সন্দেহ রয়েছে।

প্যারিস হামলার সন্দেহভাজন আরও দুই জঙ্গি এখনও পলাতক।

ইংরেজি ভাষায় প্রকাশিত ম্যাগাজিনটিতে সামরিক পোশাক পরা নয় ব্যক্তির ছবি ছাপা হয়েছে। ‘জাস্ট টেরর’ (শুধু সন্ত্রাস) শিরোনামে ওই নয় ব্যক্তিকে প্যারিস হামলার জন্য দায়ী বলে ঘোষণা করা হয়।

জঙ্গিদের ছবিগুলোর পেছনে প্যারিসের একটি সাদা-কালো ছবি ব্যবহার করা হয়েছে।

ম্যাগাজিনে স্তাদে দে ফ্রঁসে স্টেডিয়ামে হামলাকারী দুইজনকে ‘উকাশাহ আল-ইরাকি’ এবং ‘আলি আল-ইরাকি’ বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

তাদের পুরো নাম বা আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিবিসি জানায়, খুব সম্ভবত ফরাসি কর্তৃপক্ষ তাদের আহমেদ আল মোহাম্মদ ও এম আল মোহাম্মদ বলে সনাক্ত করেছে। তারা উভয়ই সিরিয়ার পাসপোর্ট নিয়ে গ্রিসে প্রবেশ করেছে এবং সেখান থেকে ইউরোপে পৌঁছেছে।

যদিও ফরাসি কর্তৃপক্ষের বিশ্বাস,  ভুয়া তথ্য দিয়ে তারা ওই পাসপোর্ট করেছে।

স্টেডিয়ামে আত্মঘাতী হামলা চালানো তৃতীয় ব্যক্তি ২০ বছর বয়সী ফ্রান্সের নাগরিক বিলাল হাদফি বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

দাবিক ম্যাগাজিন বাকি হামলাকারীদের মধ্যে চারজন ফ্রান্সের এবং তিনজন বেলজিয়ামের নাগরিক বলে ইঙ্গিত দিয়েছে।