logo

ইরাকে সহিংসতা কমেনি: জাতিসংঘ 

ইরাকে সহিংসতা কমেনি: জাতিসংঘ 

বাগদাদ, ২০ জানুয়ারি- যুদ্ধবিদ্ধস্ত দেশ ইরাকের সহিংসতা নিয়ে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে, দেশটিতে সাধারণ নাগরিকদের ওপর সহিংসতার পরিমাণ আগের মতোই আছে। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ইরাকে সহিংসতায় ১৮ হাজার ৮০০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। 

এছাড়া এ সময়ের মধ্যে আভ্যন্তরীণভাবে গৃহহারা হয়েছে প্রায় ৩২ লাখ লোক। এসব ঘটনার জন্য ইসলামিক স্টেট (আইএস), বিভিন্ন সামরিক বাহিনী, আধা-সামরিক বাহিনী এবং কুর্দি বাহিনীকে দোষারোপ করেছে সংস্থাটি। বলা হয়েছে, এই সময়ের মধ্যে আইএস প্রায় ৩ হাজার ৫০০ নারী ও শিশুকে দাস-দাসীতে পরিণত করেছে।

ইরাকে জাতিসংঘের সহায়তা মিশন এবং দেশটিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন যৌথভাবে বিভিন্ন ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি প্রস্তুত করেছে। এতে আরো বলা হয়েছে, ওই একই সময়ের মধ্যে সহিংসতার কারণে আহত হয়েছেন প্রায় ৩৬ হাজার ২৪৫ জন।