logo

কেন্দ্রীয় আ.লীগের নির্দেশ সিলেটে মানছেন না কেউ!

রফিকুল ইসলাম কামাল


কেন্দ্রীয় আ.লীগের নির্দেশ সিলেটে মানছেন না কেউ!

সিলেট, ২০ জানুয়ারী- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারো ছবি সম্বলিত রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে না দিতে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের নির্দেশ দিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গত ১৪ ডিসেম্বর এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের প্রতিটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও আহবায়কদের কাছে চিঠিও পাঠানো হয়। পরদিন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সকল সংগঠনের সভাপতি বরাবরও এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের এমন নির্দেশনা সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানছেন না। নির্দেশ উপেক্ষা করে মহানগরীর সর্বত্র বিভিন্ন ধরনের ব্যানার, বিলবোর্ডে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির সাথে সাথে নিজেদের ছবিও দিয়েছেন বিভিন্ন স্তরের নেতারা।

দেশের বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি বরাবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে.....সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে বিভিন্ন ধরণের রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। যাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি থাকছে। অথচ সেখানে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি খুব ছোট আকারে পরিলক্ষিত হচ্ছে। যা দেশের সাধারণ মানুষের নিকট দৃষ্টিকটু।’

‘সুতরাং বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ব্যতীত অন্য কারো ছবি থাকলে সেসব বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার জন্য সারা বাংলাদেশের সব জায়গায় আপনার নেতাকর্মীদের নির্দেশ প্রদানের আহবান জানানো হলো।’

তবে কেন্দ্রীয় আ’লীগের এমন নির্দেশনা সিলেটে কোনো পর্যায়ের নেতাই মানছেন না। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি সাংসদ মুহিবুর রহমান মানিক, সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি সাংসদ ইমরান আহমদ, সিলেট মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য মুরাদ আহমদ মুরন, রিমাদ আহমদ রুবেল, জেলা যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামছ, নগরীর ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনু আহমদ মুন্নাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার, বিলবোর্ড মহানগরীর সর্বত্র সাঁটানো হয়েছে। প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে এসব পোস্টার, বিলবোর্ড লাগানো হয়েছে।

কেন্দ্রের নির্দেশ অমান্য করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে অন্যান্য নেতাদের ছবি ব্যানার-পোস্টারে ছাপানোয় সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন।