logo

এক শতাংশের হাতে ৯৯ শতাংশের সমপরিমান সম্পদ: অক্সফাম

এক শতাংশের হাতে ৯৯ শতাংশের সমপরিমান সম্পদ: অক্সফাম

নিউ ইয়র্ক, ১৮ জানুয়ারী- বিশ্বের মাত্র এক শতাংশ মানুষের হাতে বাকি মানুষের সমপরিমাণ সম্পদ রয়েছে।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনের ভিত্তিতে সোমবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

এই প্রতিবেদন তৈরিতে অক্সফাম অক্টোবরে প্রকাশিত ক্রেডিট স্যুইস-এর প্রতিবেদনে দেওয়া তথ্য ব্যবহার করেছে।

প্রতিবেদনে অক্সফাম বলছে, “এই গ্রহ, ভবিষ্যৎ প্রজন্ম এবং সবার সাফল্যের জন্য কাজ করা এক অর্থনীতির বদলে আমরা ১% শতাংশের জন্য কাজ করা এক অর্থনীতি গড়ে তুলেছি।”

সংস্থাটি হিসাব করে দেখিয়েছে, বিশ্বের মোট জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশ মানুষের সমান সম্পদ বিশ্বের সবচেয়ে ধনী ৬২ ব্যক্তির হাতে আছে।

একজনের কাছে ৬৮ হাজার ৮০০ ডলার মূল্যের নগদ অর্থ ও সম্পত্তি থাকলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ১০ শতাংশের একজন, আর সাত লাখ ৬০ হাজার ডলার মূল্যের নগদ অর্থ ও সম্পত্তি থাকলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশের একজন।

কোনো মর্টগেজ ছাড়াই লন্ডনে যার গড় মানের একটি বাসা আছে, তিনি সম্ভবত সেই এক শতাংশের একজন।  

তবে অতি ধনীদের বিষয়ে তথ্য পাওয়া কঠিন হওয়ায় এসব পরিসংখ্যানে কিছু তথ্যভ্রান্তি থাকতে পারে বলে জানিয়েছে ক্রেডিট স্যুইস। যেমন ১০ শতাংশ সম্পদশালীর সঙ্গে এক শতাংশ সবচেয়ে সম্পদশালীর সম্পদের যে তুলনা তুলে ধরা হয়েছে তাতে ‘এক শতাংশের তথ্যেই ভুল থাকার সম্ভাবনা বেশি’।

সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের সম্পদ বাকী ৯৯ শতাংশের সম্পদকে গেল বছরই ছাড়িয়ে গেছে বলে ধারণা অক্সফামের।

চলতি সপ্তাহে দাভোসে অসাম্য নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।