logo

ফ্রান্সে ওষুধ পরীক্ষা করতে গিয়ে ১ জন কোমায়

ফ্রান্সে ওষুধ পরীক্ষা করতে গিয়ে ১ জন কোমায়

প্যারিস, ১৬ জানুয়ারি- ফ্রান্সে পরীক্ষামূলকভাবে নতুন একটি ওষুধ ব্যবহার করতে গিয়ে পাঁচ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। তিনি কোমায় রয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ইউরোপের গবেষণাগারে তৈরি নতুন একটি ওষুধ সেবন করে ওই পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।’ এর কারণ খতিয়ে দেখার ঘোষণ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

ওষুধটি পরীক্ষা করতে ঠিক কতজন সেবন করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরই ওষুধটির পরীক্ষা বন্ধ করে স্বেচ্ছাসেবকদের ডেকে পাঠানো হয়েছে।

ফ্রান্সের গণমাধ্যমগুলো জানায়, ওষুধটি গাঁজা-ভিত্তিক বেদনানাশক ওষুধ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবরটি অস্বীকার করেছে।