logo

২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ

২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ

ফরিদপুর, ১৫ জানুয়ারি- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের নেতৃত্বে উন্নয়নের অব্যাহত ধারায় ২০২১ সালে বাংলাদেশ শুধু মধ্যম আয়ের দেশই হবে না ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।’

শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষিত মা-ই-পারে শিক্ষিত জাতি উপহার দিতে। আর শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে।’

তিনি আরো বলেন, ‘সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করার উদ্যোগ নেয়া হবে। এর জন্য যদি আন্দোলনও করতে হয় তবে সে আন্দোলনের অগ্রভাগে থাকবো।’

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, প্রধান শিক্ষক শাহজাদী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ও অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।