logo

মাদাম তুসো জাদুঘরে মোম হচ্ছেন সনু নিগাম

মাদাম তুসো জাদুঘরে মোম হচ্ছেন সনু নিগাম

মুম্বাই, ১৫ জানুয়ারি- হলিউডের অনেক তারকাই আগে ভাগে মোমের মূর্তি হয়ে বসে আছেন মাদাম তুসোর জাদুঘরে। পরে বলিউড থেকে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা স্থান করে নেন সেখানে।

অমিতাভ বচ্চন থেকে শুরু ঐশ্বরিয়া, শাহরুখ, হৃত্বিক, সালমান, মাধুরী, ক্যাটরিনা মোমের মূর্তি হয়েছেন। অভিনেতা না হয়ে এবারই প্রথম মাদাম তুসোতে ঢুকতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী সনু নিগাম।

সনু নিগাম গায়ক হিসেবে প্রথম এই সম্মান পেতে যাচ্ছেন। গত বছরের ডিসেম্বরে জাদুঘর কর্তৃপক্ষ সনুকে মোমের মূর্তি হওয়ার প্রস্তাব দেয়। আগামী এক মাসের মধ্যেই সনুর চেহারা ও শরীরের মাপ নিতে আসার কথা তাদের।

কিন্তু সনু জানালেন, এসব নিয়ে ভাবছেন না তিনি। তার মূল ধ্যান এখন পরের গানের অ্যালবামের। আপাতত সেটি নিয়েই ভাবতে চাচ্ছেন তিনি।