logo

দেখুন খ্যতনামা পদার্থবিদ স্টিফেন হকিং-এর ভীষণ দুর্লভ কিছু ছবি

দেখুন খ্যতনামা পদার্থবিদ স্টিফেন হকিং-এর ভীষণ দুর্লভ কিছু ছবি

বর্তমানে পৃথিবীর সবচাইতে বিখ্যাত বিজ্ঞানী কে? নিঃসন্দেহে বলা যায় তা হলো পদার্থবিদ স্টিফেন হকিং। তার ৭৪ তম জন্মদিন ছিলো জানুয়ারির ৮ তারিখে। জন্মের মাসে দেখে নিতে পারেন এই প্রতিভাধর বিজ্ঞানীর কিছু দুর্লভ ছবি।


ইংল্যান্ডের অক্সফোর্ডে ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন স্টিফেন হকিং। বামের ছবিতে তাকে দেখা যাচ্ছে মা ইসোবেল হকিং এর সাথে। ডান পাশের ছবিতে দেখা যাচ্ছে হকিং এবং তার দুই বোন ফিলিপ্পা এবং মেরিকে।


অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময়ে ২১ বছর বয়সে মোটর নিউরন ডিজিজ (লু গেরিগ ডিজিজ) ধরা পরে তার। ডাক্তাররা বলে দিয়েছিলেন তিনি আর মাত্র দুই বছর বাঁচবেন। কিন্তু সেই ভবিষ্যদ্বাণীকে কাঁচকলা দেখিয়ে তিনি ৭৪ বছর বয়স পূরণ করলেন।


২৩ বছর বয়সে তিনি বিয়ে করেন জেন ওয়াইল্ড নামের এক সহপাঠিকে। বামের ছবিতে দেখুন তাদের বিয়ের দিনের ছবিটি।


স্টিফেন হকিং এবং জেন ওয়াইল্ডের দুই সন্তান।


১৯৯০ সালে জেন ওয়াইল্ডের সাথে বিচ্ছেদের পর ১৯৯৫ সালে এলাইন মেসন নামের এক নার্সকে বিয়ে করেন হকিং।


স্পেনের এক সমুদ্রতীরে এই দম্পতি। ২০০৬ সালে অবশ্য তারা ডিভোর্সের জন্য আবেদন করেন।


২০০৮ সালে ভ্যাটিকানে বিজ্ঞানিদের এক সম্মেলনে স্টিফেন হকিংকে কুশল জানাচ্ছেন পোপ বেনেডিক্ট।