logo

জাকার্তায় হামলার দায় স্বীকার করল আইএস

মাহাদী হাসান


জাকার্তায় হামলার দায় স্বীকার করল আইএস

জাকার্তা, ১৪ জানুয়ারি- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট ( আইএস)। বৃহস্পতিবার সকালের জাকার্তার একটি শপিং মলের বাইরে বোমা হামলা ও গোলাগুলিতে সাতজন নিহত হন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সারিনাহ শপিংমলের বাইরে দফায় দফায় অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। এ সময় হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে। 

জাকার্তা পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, নিশ্চিতভাবেই এ হামলায় আইএস জড়িত। ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত আইএস সেনা নাইম সিরিয়া থেকে এ হামলার পরিকল্পনা করেছেন। তিনি এ হামলার পেছনে জড়িত।

এর আগে এই কর্মকর্তা ইন্দোনেশিয়ায় আইএসের হামলার আশঙ্কার কথা জানালেও আজকের হামলার সঙ্গে আইএসের জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পাননি বলে জানান। কিন্তু পরে জাকার্তা হামলায় আইএস জড়িত বলে জানান টিটো কারনাভিয়ান।

শপিংমলের ৫০ মিটারের মধ্য ৬টি বোমা বিস্ফোরিত হয়। ৭ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ জন।