logo

লাইফ সাপোর্টে বিএনপি নেতা আর এ গণি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা আর এ গণি

ঢাকা, ১৪ জানুয়ারি- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত ৬ জানুয়ারি বুধবার থেকে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে তার অবস্থার আরও অবনতি ঘটে।

আর এ গণির পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

এর আগে গত সপ্তাহে তার অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতা তাকে দেখতে হাসপাতালে যান।