logo

বাড়ছে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য

বাড়ছে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য

ঢাকা, ১৪ জানুয়ারি- বাংলাদেশসহ পৃথিবীব্যাপী চলছে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য, যা দিন দিন বেড়েই চলেছে। ফলে প্রকৃতিতে বন্যপ্রাণীর সংখ্য কমে যাচ্ছে। এর পাশাপাশি ভারসম্যহীন হয়ে পড়েছে সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা।

তামাক, মানবপাচার এবং অস্ত্র ব্যবসার পর ‘বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য’ পৃথিবীর চতুর্থ লোভনীয় ব্যবসা। মানবসমাজে বন্যপ্রাণীর নান্দনিক ও বিলাসী গুরুত্ব রয়েছে, এছাড়া বন্যপ্রাণী থেকে প্রস্তুতকৃত ঔষধ নিয়ে কিছু কুসংস্কারও প্রচলিত আছে।

এ কারণে বাংলাদেশসহ পৃথিবীব্যাপী গড়ে উঠেছে বন্যপ্রণীর বিশাল বাণিজ্য, যার অধিকাংশই অবৈধ। এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, কাছিম, সাপ, হরিণ, বাঘ, ও হাতি।

ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ বন্যপ্রাণী চোরাচালান রুট হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন দেশ থেকে বন্যপ্রাণী বাংলাদেশ থেকে অন্য দেশে পাচার হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছু ধরাও পড়ছে। বন্যপ্রাণীর এ অবৈধ বাণিজ্য এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এ থেকে উত্তরণেল জন্য কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন গণমানুষের সচেতনতা।