logo

ইরানকে ধন্যবাদ জানালো যুক্তরাষ্ট্র

ইরানকে ধন্যবাদ জানালো যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৪ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের ১০ নাবিককে অল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ইরানের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে আটক ১ নারীসহ ১০ মার্কিন নাবিক ক্ষমা চাওয়ায় তাদের মুক্তি দিয়েছে ইরান।

কিন্তু যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা চাওয়ার কথা অস্বীকার করে বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে নৌযান দু’টি ইরানি জলসীমায় ঢুকে পড়ে, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই।

পরমাণু চুক্তির পর এ সপ্তাহে ইরানের উপর অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার কয়েকদিন আগে এ ঘটনা ঘটল।

এর আগে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের পররাষ্ট্র মন্ত্রী।