logo

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট ও জাতিসংঘ ভবনের পাশে বোমা বিস্ফোরণ

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট ও জাতিসংঘ ভবনের পাশে বোমা বিস্ফোরণ

জাকার্তা, ১৪ জানুয়ারি- ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্টের বাসভবন ও জাতিসংঘ ভবনের কাছে কমপক্ষে ৬টি বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। নিরাপত্তা বাহিনীর সাথে হামলাকারীদের গোলাগুলি চলছে।

জাতীয় পুলিশের মুখপাত্র জানান, বিস্ফোরণস্থলের আশপাশের পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আরো বিস্ফোরণের আশংকায় স্থানীয়দের ঘরে থাকতে বলা হয়েছে।

জাকার্তায় অবস্থিত তুরস্ক ও পাকিস্তানের দূতাবাসেও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।