logo

চিন-জাপানে ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা

চিন-জাপানে ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা

টোকিও, ১৪ জানুয়ারি- ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল চিন-জাপান। জাপানের উত্তরাংশে প্রবল ভূমিকম্প হয় আজ সকালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। জারি হয়নি সুনামি সতর্কতা।

এদিকে মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল চিনও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। চিনের উত্তর-পশ্চিম অঞ্চলে  শিনঝিয়াং প্রদেশে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়।
চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তরফে দাবি করা হয়েছে সেখানকার স্থানীয় সময় সকাল ৫টা বেজে ১৮ মিনিটে মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে বেইঙ্গল মঙ্গোলিয়ান অটোনোমাস প্রিফ্যাকচার প্রভাবিত হয় এই ভূমিকম্পে।

চিনের ভূমিকম্পের উত্সস্থল ছিল লুন্তাই কাউন্টি। শিনঝিয়াং প্রদেশের ভূমিকম্প বিশেষজ্ঞদের তরফে সাতজনের একটি দল উত্সস্থলে পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে।