logo

মির্জা ফখরুলের ভাই পৌর মেয়র নির্বাচিত

মির্জা ফখরুলের ভাই পৌর মেয়র নির্বাচিত

ঠাকুরগাঁও, ১২ জানুয়ারী- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন বে-সরকারি ভাবে ঠাকুরগাঁও পৌর মেয়র নির্বাচিত হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থগিত ৩টি ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষে মোট ভোট পেয়েছেন ২ হাজার ৮ শত ৬৭ ভোট, নিকটতম প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা নৌকায় মার্কায় ভোট পেয়েছেন ৯ শত ৭৬ ভোট।

এর আগে ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে ২১টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ভোট পেয়েছেন ১৬ হাজার ৩২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী আওয়ামী লীগের প্রার্থী তহমিনা আখতার মোল্লা পেয়েছেন ১১ হাজার ৬৫১ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম সোলায়মান আলী সরকার ৪ হাজার ১১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও অবৈধভাবে সিল মারার অভিযোগে ঠাকুরগাঁও পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ (পুরুষ) কেন্দ্রের ভোটের ফলাফল স্থগিত করা হয়।