logo

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ২১

মাহাদী হাসান


মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ২১

ভেরাক্রুজ, ১১ জানুয়ারী- মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অপেশাদার ফুটবলার ও সমর্থকসহ কমপক্ষে ২১জন নিহত হয়েছেন। সোমবার বাসটি মেক্সিকোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ভেরাক্রুজের আটোইয়াক শহরে একটি ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দূর্ঘটনায় আরো প্রায় ৩০জন আহত হয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি বেশ দ্রুতগতিতে চলছিল। স্পিডব্রেকারের সামনে এসে বাসের চালক আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। নিরাপত্তা বলয় ভেঙ্গে বাসটি নদীতে পড়ে যায়। প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলা হলেও পরবর্তীতে বাসের নিচ থেকে আরো মৃতদেহ উদ্ধার করা হয়।

অপেশাদার একটি ফুটবল ম্যাচ খেলার জন্য খেলোয়াড় ও সমর্থকরা নির্ধারিত স্থানে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যাত্রীদের মধ্যে কিছু শিশুও ছিল

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা। তবে বাসচালক বেঁচে গেছেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।