logo

অস্ট্রেলিয়ায় অব্যাহত দাবানলে নিহত ২, নিখোঁজ ১

অস্ট্রেলিয়ায় অব্যাহত দাবানলে নিহত ২, নিখোঁজ ১

ক্যানবেরা, ১০ জানুয়ারি- অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল ইয়ারলুপে এখনও দাবানল অব্যাহত রয়েছে। বনাঞ্চলে থেকে ছড়িয়ে পড়া ওই দাবানলে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও একজন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এমন তথ্যই জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, পার্থের দক্ষিণে অবস্থিত ইয়ারলুপ শহরের একটি পোড়া বাড়ি থেকে শনিবার ৭০ বছর বয়সী দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দাবানলের কারণে ইয়ারলুপে এখনও জরুরি অবস্থা বিরাজ করছে। এ ছাড়া হার্ভে, কুকারনাপ ও ওকালুপ শহর হুমকির মধ্যে রয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার প্রধান কলিন বার্নেট এ অবস্থাকে প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি ত্রাণ তহবিলের ঘোষণা দিয়েছেন।

গোশত ও দুগ্ধ উৎপাদনের জন্য খ্যাত অঞ্চলটি থেকে ইতোমধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নিউ সাউথ ওয়েলসের ফায়ার সার্ভিস কর্মীদের মাঠে নামানো হয়েছে। স্থানীয় কর্মীদের সহায়তায় তারা সেখানে কাজ করছে।

গত বুধবার থেকে ছড়িয়ে পড়া ওই দাবানলে এ পর্যন্ত ৬৭ হাজার একর জমি পুড়ে গেছে।

এদিকে পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলীয় শহর এসপেরান্সের কাছে দাবানল শুরু হয়েছে। সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।