logo

'যখন যেখানে খেলি, নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করি'

'যখন যেখানে খেলি, নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করি'

ঢাকা, ১০ জানুয়ারি- ২০১৫ সালে ১৫ ওয়ানডেতে ৫১.৬৯ গড়ে রান ৬৭২। আর তিন টি-টোয়েন্টি ম্যাচে ১৪.৬৬ গড়ে ৪৪ রান। বাংলাদেশের মূল দলের জার্সি গায়ে দারুণ ছন্দেই কাটিয়েছেন সৌম্য সরকার। তবে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সৌম্যর। মাঝে ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফর, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরটাও প্রত্যাশা মতো যায়নি।

শনিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ ম্যাচ চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হন সৌম্য। সেখানেই প্রশ্ন উঠে তবে কি জাতীয় দলে খেললেই তার ব্যাটে বেশি হাসে? এমন প্রশ্নের উওরে সৌম্য অবশ্য জানালেন এভাবে কখনো ভাবেননি। বরং চেষ্টা করেছেন সব জায়াগাতেই সেরাটাই দেওয়ার।

বললেন, ‘যখন যেখানে খেলি, নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করি। মাঝখানে কিছুদিন নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। কিছু ভুল শর্ট খেলেছি। এটা নিয়ে কাজ করেছি। আরও অনুশীলন করছি। আশা করছি জিম্বাবুয়ে সিরিজেই নিজেকে ফিরে পাবো।’

খুলনা বলেই কি বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন সৌম্য? হাস্যোজ্জল উত্তর, ‘অবশ্যই। খুলনাকে আমার নিজের মাঠ মনে হয়। নিজের অনেক বেশি সমর্থক থাকবে। এটার জন্য কোন চাপ থাকবে না। বরং নিজেকে ফিরে পাওয়ার জন্য বাড়তি অনুপ্রেরণা দিবে।’

খুলনার কন্ডিশনে নিজেদেরকে এগিয়ে রাখতেই একসপ্তাহ আগে খুলনা পৌছায় বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ তারিখ।