logo

অশ্লীল গানে বিরক্ত কুমার শানু

তাঁর মতে, হিন্দি ছবির হালফিলে গানের কথায় প্রায়শই ঢুকে পড়ছে অশালীন শব্দ ও ইঙ্গিত। সেই সঙ্গে শানু জানিয়েছেন, অভিনেতাদের কিছু সামাজিক দায়িত্ব থেকেই যায়। তাঁরা এই ধরনের গানকে প্রতিরোধ করতে পারেন।

অশ্লীল গানে বিরক্ত কুমার শানু

মুম্বাই, ১০ জানুয়ারি- ‘‘কুছ না কহো’’-র গায়ক ‘কুছ’ নয়, বারণ করছেন ‘অশ্লীল’ গান গাইতে। কুমার শানু সম্প্রতি সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকার জানিয়েছেন, এখনকার হিন্দি ছবিতে সুরের কাজ হচ্ছে চমৎকার। কিন্তু, একই সঙ্গে অবনতি ঘটছে গানের লিরিকের। তাঁর মতে, হিন্দি ছবির হালফিলে গানের কথায় প্রায়শই ঢুকে পড়ছে অশালীন শব্দ ও ইঙ্গিত।

সেই সঙ্গে শানু জানিয়েছেন, অভিনেতাদের কিছু সামাজিক দায়িত্ব থেকেই যায়। তাঁরা এই ধরনের গানকে প্রতিরোধ করতে পারেন।

একই সঙ্গে সাম্প্রতিক কালে স্ক্রিন থেকে গাইতে আসা নায়িকাদের কথা জানতে চাওয়া হয় ‘‘দিল হ্যায় কে মানতা নেহি’’-র গায়কের কাছে। আলিয়া ভট্ট, সোনাক্ষী সিংহ, প্রিয়ঙ্কা চোপড়া এবং শ্রদ্ধা কপূরের উদাহরণ টেনে তিনি জানান, এটা মোটেই কোনও নতুন ট্রেন্ড নয়।