logo

পুরস্কার অর্জনেও সবাইকে ছাড়িয়ে দীপিকা

পুরস্কার অর্জনেও সবাইকে ছাড়িয়ে দীপিকা

নয়াদিল্লি, ০৯ জানুয়ারি- গেল বছরটি যেনো বলিউডের আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোনের জন্যই বরাদ্ধ ছিল! অন্তত ২০১৫ সালে তার অভিনীত ছবিগুলোর জয়জয়কার দেখে তাই মনে হওয়াটা অস্বাভাবিক নয়। ভারতের ঘরোয়া বিশাল বিশাল যত ফেস্টিভাল কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, বা এখনো হচ্ছে। তার প্রায় সবগুলোতেই এককভাবে প্রতাপ দেখিয়ে চলছেন এই অভিনেত্রী। 

গত বছর মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন অভিনীত তিনটি ছবি। এরমধ্যে প্রথমে পিকু, তারপর নভেম্বরে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘তামাশা’, এবং সর্বশেষ ইতিহাসের দ্বারপ্রান্তে থাকা ছবি ‘বাজিরাও মাস্তানি’। তিনটি ছবির মধ্যে শুধু ‘তামাশা’ ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে না পারলেও বাকি দুই ছবি বলিউডের সেরা দশ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। শুধু তাই না, সিনে বোদ্ধাদের কাছেও ব্যাপক সাড়া ফেলেছে দীপিকার ছবিগুলো। আর বছর শেষ হতেই সেসব স্বীকৃতিও জুটছে তার। গতকাল অনুষ্ঠিত ভারতের গুরুত্বপূর্ণ ‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৬’ তেও এককভাবে প্রভাব দেখালেন তিনি। 


জানা গেছে, চলতি বছরে দীপিকা পাডুকোন অভিনীত তিনটি ছবির জন্যই পৃথক পৃথকভাবে স্বীকৃতি পেয়েছেন তিনি। এরমধ্যে বিচারক, জুরি বোর্ড, দর্শক পছন্দসহ সব ক্যাটাগরিতেই দীপিকা পাডুকোনকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়। পিকু, তামাশা এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মাস্তানি’র জন্য এসব পুরস্কার অর্জন করেন দীপিকা। 

অন্যদিকে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে এবার সবচেয়ে বেশী শাখায় পুরস্কার জিতে নিয়েছে কবির খানের নির্মাণে বলিউডের ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’। সেরা সিনেমাসহ সেরা নির্মাতা, সেরা গল্প এবং সেরা শিশু অভিনেতার পুরস্কার জিতে নেয় ছবিটি। সেরা জুটি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও কাজলকে। দীর্ঘ পাঁচ বছর পর এই জুটি রোহিত শেঠির নির্মাণে ‘দিলওয়ালে’ সিনেমায় অভিনয় করেন।    


‘স্টার  স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৬’ বিজয়ীদের পূর্ণ তালিকা:
সেরা সিনেমা(দর্শক পছন্দ): বজরঙ্গি ভাইজান
সেরা সিনেমা(বিচারকদের পছন্দ): তলয়ার 
সেরা নির্মাতা: কবির খান(বজরঙ্গি ভাইজান)
সেরা অভিনেতা: রনবীর সিং(বাজিরাও মাস্তানি), অমিতাভ বচ্চন (পিকু)
সেরা অভিনেত্রী: দীপিকা পাডুকোন(পিকু)
সেরা অভিনেতা(দর্শক পছন্দ): শাহরুখ খান
সেরা অভিনেত্রী(দর্শক পছন্দ): দীপিকা পাডুকোন(পিকু, তামাশা)
সেরা শিশু অভিনেতা: হারশালি মালহোত্রা(বজরঙ্গি ভাইজান)
সেরা সহ-অভিনেতা: দীপক ডব্রিয়াল(তনু ওয়েডস মনু রিটার্নস)
সেরা সহ-অভিনেত্রী: প্রিয়াঙ্কা চোপড়া(বাজিরাও মাস্তানি)
সেরা অভিনেতা(বিচারকদের পছন্দ): ইরফান খান(তলয়ার) 
সেরা অভিনেত্রী(বিচারকদের পছন্দ): কল্কি কোয়েচলিন(মারগারিটা উইথ স্ট্র)
সেরা জুটি: শাহরুখ-কাজল(দিলওয়ালে)
সেরা কণ্ঠশিল্পী(পুরুষ): পাপন( মোহ মোহ ক্যা দাগে- দম লাগা ক্যা হেইসা)
সেরা কণ্ঠশিল্পী(নারী): মোনালী ঠাকুর (মোহ মোহ ক্যা দাগে- দম লাগা ক্যা হেইসা)
সেরা গল্প: বজরঙ্গি ভাইজান
সেরা সংলাপ: পিকু
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: বজরঙ্গি ভাইজান
আজীবন সম্মাননা: ঋষি কাপুর
সেরা ভিএফএক্স: বাজিরাও মাস্তানি