logo

প্রকাশ হলো শখ-নিলয়ের বিয়ের ছবি

কুদরত উল্লাহ


প্রকাশ হলো শখ-নিলয়ের বিয়ের ছবি

অবশেষে গণমাধ্যমে প্রকাশ হলো শখ-নিলয়ের বিয়ের ছবি। চুপি চুপি বিয়ে করলেও শেষ পর্যন্ত বিয়ের কথা স্বীকার করলেন নব দম্পতি শখ-নিলয়। গতকাল ৭ জানুয়ারি বৃহস্পতিবার পারিবারিক ভাবে বিয়ের কাজটি সেরে ফেলেছেন তাঁরা। তাঁদের সদ্য বিবাহ হাওয়া ছবি গুলো ইতিমধ্যেই ঢালাও ভাবে পাঠকের সামনে আশা শুরু হয়েছে। নব এই দম্পতি সবার কাছে চেয়েছেন দোয়া ও ভালবাসা। পাঠকের জন্য অভিনেতা নিলয় ও অভিনেত্রী শখের বিয়ের সেই সব ছবি দেওয়া হল। দেখে নিতে পারেন নব দম্পতিদের বিয়ের কিছু মূহুর্ত।