logo

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা?

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা?

ঢাকা, ০৮ জানুয়ারি- জিম্বাবুয়ের বিপক্ষে শুরু ২০১৬ সাল, এরপর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা একটা ছুটি। ছয় মাসের সেই ছুটি শেষে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। ২০১৬ সালে এমনটাই ছিল বাংলাদেশের ক্রিকেট সূচি। তবে, খুব সম্ভবত এর মধ্যে যুক্ত হতে যাচ্ছে শ্রীলঙ্কার নাম।

জানা গেছে, বিশ্বকাপের পরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই আমন্ত্রনে শ্রীলঙ্কা সাড়া দিলে সেই সিরিজটা অনুষ্ঠিত হতে পারে এপ্রিলে।

ফিউচার টুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী চলতি বছর বাংলাদেশের ছয়টি ওয়ানডে খেলার কথা। আর এখানে এবার শ্রীলঙ্কার নাম যোগ হলে সেই সংখ্যাটা আরও বড় হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (কিপিএল) ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও বোর্ড ডিরেক্টর সম্প্রতি গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এখনও আমাদের কিছু জানায়নি। তবে, তাদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আমরা সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী।’