logo

এবার সৌদির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল ইরান

এবার সৌদির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল ইরান

তেহরান, ০৮ জানুয়ারি- ইয়েমেনে ইরান দূতাবাসে সৌদি বিমান হামলার জের ধরে তাদের সঙ্গে এবার ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল ইরান। এর আগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব।

সৌদি আরবে এক শীর্ষ শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের জের ধরে ইরানে তাদের দূতাবাস আক্রান্ত হওয়ার এ ঘোষণা আসে।  সৌদি আরবের পথ ধরে বাহরাইন, সুদান, সোমালিয়াও একই অবস্থানে যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় দূতাবাসের কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। সৌদি আরব ‘ইচ্ছাকৃতভাবে’ এ হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়। তবে স্থানীয়রা জানায়, সেখানে দূতাবাসে কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।

তারা জানায়, দূতাবাসের ৭০০ মিটার দূরে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার এনিয়ে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে ইরানের। তার আগেই সৌদির সঙ্গে সবরকম ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল তারা।