logo

নারীদের স্বনির্ভর হতে বললেন জাকারবার্গ

নারীদের স্বনির্ভর হতে বললেন জাকারবার্গ

ওয়াশিংটন, ০৮ জানুয়ারি- জীবনে সফল হতে কোনো মেধাবী পড়ুয়া পুরুষকে বিয়ে করার স্বপ্ন না দেখে, সফল হতে নিজেরাই পড়ুয়া হওয়ার চেষ্টা করলে আরও ভাল হবে- নারীদের উদ্দেশ্যে এমন পরামর্শ দিয়েছেন বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

ফেইসবুকে নতুন বছর উপলক্ষ্যে জাকারবার্গের এক পোস্টে কমেন্ট করেছিলেন এক মার্কিন বৃদ্ধা। স্কুলের সবচেয়ে পড়ুয়ারাই ভবিষ্যতের ধনকুবের হওয়ার সম্ভবনা রাখে আর তাই কমেন্টে নাতনীদের স্কুলের সবচেয়ে পড়ুয়া ছেলেদের সঙ্গেই ডেটে যাওয়ার পরামর্শ দেন তিনি। আর সেই কমেন্টের জবাব থেকেই জাকারবার্গের এমন বক্তব্যের উৎপত্তি।

ডারলিন হ্যাকিমার লরেটো নামের এক ফেইসবুক ব্যবহারকারী তার কমেন্টে লিখেছিলেন, “আমি আমার নাতনীদের স্কুলের সবচেয়ে পড়ুয়ার সঙ্গে ডেটে যেতে বলি, কারণ তারাই হতে পারে পরবর্তী মার্ক জাকারবার্গ।”

ওই কমেন্ট চোখ এড়ায়নি জাকারবার্গের, পাল্টা জবাবও দিয়েছেন তিনি। প্রতুত্তরে বলেন, “এর চেয়ে তাদেরকে (নারীদের) পড়ুয়া হতে উৎসাহিত করাই হবে ভাল যেন তারা নিজেরাই পরবর্তী সফল উদ্ভাবক হতে পারেন।”

স্বয়ং ফেইসবুক প্রধানের এমন উত্তরে ভালোই সাড়া পড়েছে তার ভক্তদের মধ্যে। ২৭ হাজারেরও বেশি মানুষ জাকারবার্গের ওই রিপ্লাইয়ে লাইক দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আবার বাহবাও দিয়েছেন।

অ্যান কেনি নামের এক নারী কমেন্ট করেছেন, “ভালো জবাব ... প্রযুক্তি আর বিজ্ঞান খাতে আমাদের আরও নারী দরকার।”

লিন্ডসে ওয়েলস নামের আরেক নারী বলেন, “হ্যাঁ। সবসময় মেয়েদের একজন সফল ব্যক্তি হওয়ার লক্ষ্য নিয়ে বড় হতে উৎসাহিত করুন, সফল পুরুষকে বিয়ে করার লক্ষ্যে নয়।”

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে পুরুষদের আধিপত্য বেশি উল্লেখ করে স্কাই নিউজ জানায়, ফেইসবুক এই খাতে আরও বেশি নারী নিয়োগের চেষ্টা চালাচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান গার্টনার-এর এক গবেষণায় দেখা যায়, শেষ ১০ বছরে দেশটির প্রযুক্তি খাতের শীর্ষপদগুলোতে নারী কর্মকর্তাদের সংখ্যা প্রায় একই রয়েছে।