logo

বাড়ছে দীঘা যাওয়া লোকাল ট্রেন

বাড়ছে দীঘা যাওয়া লোকাল ট্রেন

কলকাতা, ০৮ জানুয়ারি- বাঙালির 'গোয়া', দীঘা ভ্রমণ আরও সহজ করতে চলেছে ভারতীয় রেল। দীঘা ফ্ল্যাগ ষ্টেশনে এবার দিনে দু'টি করে লোকাল ট্রেন পৌঁছবে। শুক্রবার হাওড়া ষ্টেশনে তিনটি ট্রেনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। এর মধ্যে দু'টি দূরপাল্লার ট্রেন হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস ও হাওড়া-পুনে সুবিধা এসি এক্সপ্রেস। এছাড়াও রিমোটের মাধ্যমে পাঁশকুড়া-দীঘা ইএমইউ ট্রেনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ।

পাঁশকুড়া-দীঘা ইএমইউ চালু হয়ে গেলে দিনে দু'টি করে লোকাল ট্রেন যাতায়াত করবে দীঘা ফ্ল্যাগ ষ্টেশনে। এর আগে মেচেদা-দীঘা লোকাল ট্রেন চালু হয়েছিল। সেটিই ছিল দীঘা পৌঁছানোর প্রথম লোকাল ট্রেন। সঞ্জয় ঘোষ আরও জানিয়েছেন যে শুক্রবার ট্রেন উদ্বোধন ছাড়াও যাত্রী সুবিধার্থে রেলের মোবাইল অ্যাপলিকেশন, পরিবেশ বান্ধব রেল ষ্টেশন, কলকাতা মেট্রো রেলের এসি রেকের উদ্বোধন করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু।