logo

বাংলাদেশসহ ১৩০টি দেশে নেটফ্লিক্সের ভিডিও স্ট্রিমিং

বাংলাদেশসহ ১৩০টি দেশে নেটফ্লিক্সের ভিডিও স্ট্রিমিং

ওয়াশিংটন, ০৮ জানুয়ারি- বাংলাদেশসহ বিশ্বের  ১৩০টি দেশে নিজেদের সেবা চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। এত দিন বিশ্বের ৬০টি দেশে এ সুবিধা মিলত। নতুন চালু হওয়া দেশগুলোর তালিকায় নেই চীন, উত্তর কোরিয়া, সিরিয়া, ক্রিমিয়াসহ বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের আইনি বাধ্যবাধকতার কারণে দেশগুলোতে সেবা চালু করতে পারেনি প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা ‘কনজ্যুমার ইলেকট্রনিক শো’তে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিড হেসটিং। সেবার পরিধি বৃদ্ধির পাশাপাশি এ বছরের মধ্যেই হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) মানের ভিডিও স্ট্রিমিং সেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

নেটফ্লিক্সের মাধ্যমে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান বা সিনেমা ইচ্ছেমতো দেখার সুযোগ মিলে থাকে। তবে মুফতে নয়, এ জন্য প্রতি মাসে গুনতে হয় নির্দিষ্ট পরিমাণ অর্থ। বর্তমানে প্রায় সাত কোটি নিবন্ধিত সদস্য রয়েছে প্রতিষ্ঠানটির।