logo

এবার ইরান-সৌদি সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী ইরাক

মাহাদী হাসান


এবার ইরান-সৌদি সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী ইরাক

বাগদাদ, ০৭ জানুয়ারী- যুক্তরাষ্ট্রের পর সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সংকট নিরসনে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করেছে ইরাক।

বুধবার বাগদাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম আল জাফারি। এসময় তার সঙ্গে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ।

জাফারি বলেন, ‘আঞ্চলিক এই দুই প্রভাবশালী দেশের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছে, তার মধ্যস্থতা করতে ইরাক আগ্রহ প্রকাশ করছে’।

এছাড়া তেহরান কোনো ধরনের অস্থিতিশীলতা চায় না বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে রোববার ইরানে সৌদি দূতাবাসে শিয়াদের হামলা চালানোর ঘটনায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। এর আগে সৌদি আরবে শিয়া নেতা নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ডের ঘটনায় ফুঁসে ওঠে ইরান। মূলত এর জের ধরেই চলে ওই হামলা। এরপর থেকেই চলতে থাকে টানাপোড়েন।

এরপর দুই দেশের সম্পর্ক পুনগর্ঠনে উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন, অচিরেই এ সমস্যা সমাধানে একটি শান্তিচুক্তিতে পৌছানে প্রয়োজন বলে মনে করেন কেরি।

এছাড়া শান্তির আহ্বান জানিয়েছিলো তুরস্কও। এ অবস্থা চলতে থাকলে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হবে বলে মন্তব্য করে তুরস্ক।

ইতোমধ্যে অস্থিরতার কিছুটা প্রতিফলন দেখা গেছে। সৌদির পথ ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: বস্টন হেরাল্ড