logo

ইরফানের প্রশংসায় পঞ্চমুখ টম হ্যাঙ্কস

ইরফানের প্রশংসায় পঞ্চমুখ টম হ্যাঙ্কস

মুম্বাই, ০৭ জানুয়ারি- বলিউডের অভিনেতা ইরফান খানের অভিনয়ে মুগ্ধ হলিউড তারকা টম হ্যাঙ্কস। শুধু কি টম হ্যাঙ্কস, ইরফানে মুগ্ধ পুরো বলিউডবাসী। আর হলিউডে তো এখন অভিনয় করছেনই।

ড্যান ব্রাউনের গল্প অবলম্বনে ‘ইনফার্নো’ ছবিতে দুজনেই অভিনয় করছেন। এই ছবিতে ইরফান ও হ্যাঙ্কস দুজনেই প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন। ছবির কাজ শুরু হওয়ার আগেই ইরফানকে ঝুড়ি ঝুড়ি প্রসংশায় ভরালেন হ্যাঙ্কস।

মেক্সিকোর এক অনুষ্ঠানে হ্যাঙ্কস জানিয়েছেন, ‘ইরফানের ব্যক্তিত্বের মধ্যে আমি বিশেষত্ব খুঁজে পেয়েছি।  ইরফানের চোখ আমায় প্রভাবিত করেছে।’

চলতি বছরের ১৪ অক্টোবর ‘ইনফার্নো’ মুক্তি পাবে।