logo

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেয়ার ঘোষণা জাতিসংঘের

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেয়ার ঘোষণা জাতিসংঘের

নিউ ইয়র্ক, ০৭ জানুয়ারি- উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর এক জরুরী বৈঠকে তাদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। একই সাথে এই ঘটনার নিন্দা জানিয়ে ১৫টি সদস্য নিয়ে গঠিত জাতিসংঘের এই কাউন্সিল বলেছে, ‘এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি।’

বুধবার নিউইয়র্কে যুকরাষ্ট্র জাপান ওদক্ষিন কোরিয়ার আহবানে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট ও জাতিসংঘে নিযুক্ত উরুগুয়ের রাষ্ট্রদুত এলবিও রোসেলি বলেন, ‘উত্তর কোরিয়ার আবারও পারমানবিক পরীক্ষা চালানোর আগে ব্যবস্থা নিতে সদস্য দেশগুলো তাদের পুর্বের অঙ্গীকার পুনর্বব্যক্ত করেছে।’

তবে সেই ব্যবস্থা কী হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেননি তিনি। রোজেলি আর্নেস্ট বলেন, ‘এটি নির্ভর করছে ক্রমবর্ধমান উত্তেজনায় উত্তর কোরিয়া কি ভুমিকা রাখছে তারর উপর।’

২০০৬ সাল থেকে পারমানবিক বোমার পরীক্ষা চালানো উত্তর কোরিয়া প্রথমবারের মত হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা দাবি করেছে।

এদিকে বিস্ফোরণটি আদৌ হাইড্রোজেন বোমার ছিল কী না তা নিয়ে পারমানবিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক সেরেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা দাবি করেছেন উত্তর কোরিয়ার দাবি সঠিক নয়। তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় এমন কিছু ঘটেনি যাতে উত্তর কোরিয়ার সামরিক এবং কারিগরি সামর্থ নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণা বদলাতে হবে।’