logo

মোদীর চরিত্রে অমিতাভ অথবা অনুপম খের

Shamima Seema


মোদীর চরিত্রে অমিতাভ অথবা অনুপম খের

নয়াদিল্লি, ০৬ জানুয়ারি- এযাবৎ বলিউডে অনেক নামিদামি ব্যক্তির জীবনী নিয়ে সিনেমা বানানো হয়েছে। হিন্দি সিনেমা জগতে এবার আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। কিন্তু তার চরিত্রে কে থাকবেন, সেটি এখনও নির্ধারিত হয় নি। তবে শোনা যাচ্ছে, বিগ বি অমিতাভ বচ্চন অথবা অনুপম খের থাকতে পারেন মোদীর ভূমিকায়।

প্রাথমিকভাবে নরেন্দ্র মোদীর চরিত্রের জন্য এই দুই অভিনেতার কথা ভেবেছে নির্মাতারা। তবে অমিতাভ এবং অনুপম খেরের পাশাপাশি এই চরিত্রে পরেশ রাওয়াল এবং ভিক্টর ব্যানার্জীর নাম দেয়া হয়েছিলো। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় পরেশ রাওয়াল অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছেন।

গত দুই বছর আগে থেকেই নরেন্দ্র মোদির জীবনী নিয়ে সিনেমা বানাতে চাইছেন গুজরাটি পরিচালক মিতেশ প্যাটেল। তবে অমিতাভ না অনুপম খের, কে থাকবেন মোদীর চরিত্রে- সেটিই এখন দেখার বিষয়। জানা গেছে, এই বায়োপিকের একটি চরিত্রে সঙ্গীত শিল্পী ও মন্ত্রী বাবুল সুপ্রিয়কে দেখা যেতে পারে।