logo

নিজামীর রায়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

নিজামীর রায়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

ময়মনসিংহ, ০৬ জানুয়ারী- মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলে মৃত্যুদণ্ড বহাল রাখায় ময়মনসিংহে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা এবং আইনজীবীরা।

বুধবার রায় ঘোষণার পরপরই জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সেখানে মুক্তিযোদ্ধারা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

অন্যদিকে, আওয়ামীপন্থী আইনজীবীরা একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিছুর রহমান খান, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন, সেলিম সরকার রবার্ট ও জিয়াউল হক প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান।