logo

সেই নারী সাংবাদিকে মজেছিলেন ব্রাভোও!

সেই নারী সাংবাদিকে মজেছিলেন ব্রাভোও!

ক্যানবেরা, ০৬ জানুয়ারি- ক্যারিবিয়ান ক্রিকেটারদের কাছে অস্ট্রেলিয়ার টিভি প্রেজেন্টার ম্যাকলাফলিন কি স্বপ্নের নারী? প্রশ্নটা উঠছে গেইল এবং তার স্বদেশী ব্রাভোর ‘মুগ্ধতা’র জন্য। সম্প্রতি গেইল ওই নারী সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে ফেঁসে গেছেন। বড় অঙ্কের জরিমানা গুনেছেন। নতুন খবর হল, গেইলের আগে ব্রাভোও ম্যাকলাফলিনে মজেছিলেন!

গত বছর জানুয়ারিতে ব্রাভো কাণ্ডটি ঘটিয়েছিলেন। ম্যাচের পর টিভিতে সাক্ষাৎকার দেয়ার সময় ম্যাকলাফলিনের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি। এসময় স্টুডিওতে সরাসরি সম্প্রচারে ছিলেন ওই নারী সাংবাদিক।

মাঠে বসে অন্য এক সাংবাদিক ব্রাভোকে বলেন, ‘আপনি আমাদের উপস্থাপিকার কাছ থেকে বিশেষ কোনো মেসেজ পেয়েছেন?’ ব্রাভো তখন ম্যাকলাফলিনের উদ্দেশ্যে বলেন, ‘আমি শুধু এটাই বলতে চাই, তিনি খুবই সুন্দরী। সিডনিতে একবার তার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয় আমার। তার সৌন্দর্যের তুলনা হয় না।’

ব্রাভোর এই কথার পর ক্যামেরা চলে স্টুডিওতে। সেখানে ম্যাকলাফলিনকে লাজুক হাসি হাসতে দেখা যায়। তার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন রিকি পন্টিং। পন্টিংও বিষয়টি নিয়ে মজা করেন।