logo

হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পিয়ং ইয়াং, ০৬ জানুয়ারি- উত্তর কোরিয়া বলেছে, তারা হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চলিয়েছে।  একটি পরমানু পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ভূমিকম্প শনাক্ত হয়েছে, মিডিয়ায় এমন খবর প্রকাশের পর উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর কথা স্বীকার করল।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, এ পরীক্ষা চালানোর পর পরমানু কেন্দ্রটির আশেপাশে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিবিসি বলছে, ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া ভূগর্ভে তিন দফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে বিশ্বাস করা হয়। এসব পরীক্ষার সবগুলোই পুংগাই-রি নামের একটি স্থাপনায় চালানো হয়।

এর আগে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ভূমিকম্পটি মানব-সৃষ্ট এমন ইঙ্গিত পাওয়া গেছে।  এর অর্থ উত্তর কোরিয়া নতুন একটি পরমাণু পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছিল।

তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছিল, অল্প সময়ের মধ্যেই ‘বিশেষ, তাৎপর্যপূর্ণ’ ঘোষণা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পুংগাই-রি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নতুন ভূমিকম্পন শনাক্ত হয়। এটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি ৫ দশমিক ১ মাত্রার ছিল বলে জানিয়েছে ইউএসজিএস, অপরদিকে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৪ দশমিক ২ মাত্রার ছিল বলে জানিয়েছে।

জাপানের মন্ত্রিসভা সচিব ইয়োশিহিদে সুগা বলেন, ‘আগের ঘটনাগুলো বিবেচনা করে বলা যায়, এটি উত্তর কোরিয়ার একটি পরমাণু পরীক্ষা হতে পারে।’