logo

বাঘবন্ধু খেলায় মেতে ছাগল, ভাবা যায়! (ভিডিও সংযুক্ত)

বাঘবন্ধু খেলায় মেতে ছাগল, ভাবা যায়! (ভিডিও সংযুক্ত)

মস্কো, ০৬ জানুয়ারি- তা কুকুরের সঙ্গে বিড়ালের বন্ধুত্ব দেখেই আমরা বিস্মিয়ে চোখ কপালে তুলি। কিন্তু, বাঘের সঙ্গে ছাগলের যে বন্ধত্ব হতে পারে কখনও, ভেবেছেন? না ভাবারই কথা। কারণ, খাদ্য-খাদকের সম্পর্কে 'সখ্য' বিরল ঘটনাই। তা হলেও বাঘে-ছাগলের এই অভূতপূর্ব বন্ধুত্ব কিন্তু আঠারো আনাই সত্যি।

রাশিয়ার প্রত্যন্ত পূর্বে রয়েছে সাফারি পার্ক। গত মাসে সেখানেই বাঘের খাঁচায় ছাড়া হয় ছাগলটিকে। অবশ্যই বাঘের 'শিকার' হিসেবেই তাকে ছাড়া হয়েছিল। কিন্তু, কোনও এক অজানা কারণে সেই ছাগলটিকে ছুঁয়েও দেখেনি সাফারিপার্কের বাঘটি।

এই একমাসে দু'জনের মধ্যে তৈরি হয়েছে প্রগাঢ় বন্ধুত্ব। খুনসুটিও করে দু'জনে। সেই বিরল বন্ধুত্বের সাক্ষী হতে বাঘের খাঁচার সামনে উত্‍‌সুক মানুষের ভিড় হচ্ছে রোজই। সোশ্যাল সাইটেও ভাইরাল VDOটি।