logo

এখনই বিয়ে করবেন না প্রীতি

এখনই বিয়ে করবেন না প্রীতি

মুম্বাই, ০৫ জানুয়ারি- বিটাউনে প্রীতি জিনতা’র বিয়ে নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। শুধু কি বিয়ে, তার প্রেম নিয়েও যেন আগ্রহের শেষ নেই সবার। শোনা যাচ্ছিল চলতি বছরেই নাকি বিয়ের পর্বটা শেষ করবেন। তবে সব খবর উড়িয়ে দিলেন এই অভিনেত্রী।

ব্যক্তি জীবন নয়, আপাতত ক্যারিয়ারেই মন দিতে চান প্রীতি। বহু দিনের বিরতির পর আবারো সিলভার স্ক্রিনে ফিরতে চাইছেন।

শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নিজের প্রযোজনায় একটি ছবিতে অভিনয় করবেন তিনি। প্রীতির ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, এখন শিকাগোয় রয়েছেন তিনি। সেখানে একের পর এক নতুন চিত্রনাট্য পড়ছেন। চলছে বেছে নেওয়ার কাজ। দিন কয়েকের মধ্যেই ঘোষণা করবেন তিনি।

সব কিছু দেখে মনে হচ্ছে প্রীতি জিনতার বিয়ের খবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলিউডবাসীদের।