logo

আমি পুরোটাই আমার মতো: সাবা

আমি পুরোটাই আমার মতো: সাবা

বড় ও ছোট দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ‘চন্দ্রগ্রহণ’, ‘আয়না’, ‘খেলাঘর’, ও ‘প্রিয়তমেষু’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের অভিনয়গুণে প্রশংসিত হয়েছেন বারবার। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বৃহন্নলা’ দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে কলকাতার সিনেমা ‘ষড়রিপু’। সম্প্রতি যুক্ত হয়েছেন ‘প্রাচীর পেরিয়ে’ নামে শিশুতোষ চলচ্চিত্রে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বললেন তিনি। 

‘প্রাচীর পেরিয়ে’ চলচ্চিত্রে কি চরিত্রে অভিনয় করছেন?
অতিথি চরিত্রে অভিনয় করছি। ফেরদৌস ফ্লাশব্যাকের সিনে আমাকে দেখবে। ছবিতে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

চরিত্রটির জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছেন?
এখনো পর্যন্ত সেভাবে প্রিপারেশন নেয়া হয়নি। তবে ডিরেক্টর যখন গল্পটা শুনিয়েছিলেন তখন তো একটা চরিত্র আমার কল্পনায় চলে এসেছিল। এখনো সেই অবস্থায় আছে চরিত্রটি।

বিকল্প ধারার চলচ্চিত্রেই বেশি দেখা যায় আপনাকে। কারণ?
উল্লেখ করার মতো কোন কারণ নেই। সত্যি বলতে আমার যেটা করতে ইচ্ছা করে সেটাই করে ফেলি। আবার যেটা ইচ্ছা করেনা সেটা করি না। এখানেই করবো। এ ধরনের সিনেমায় অভিনয়ের কোন বাধ্যবাধকতা নাই। স্রেফ ভালোলাগা থেকেই করি। আমার শেষ সিনেমা ‘বৃহন্নলা’ প্রথম হাফ পর্যন্ত পর্দায় আমাকে পাওয়া যায়নি। দ্বিতীয় হাফের পর কিছু সময় ছিলাম। ওইটুকু সময়ের মধ্যেই যতটুকু সম্ভব সেটাই উপস্থাপন করেছি। 

বানিজ্যিক সিনেমায় কিভাবে এগুতে চান?
আমি পুরোটাই আমার মতো। এখনকার মেয়েদের তুলনায় একটু আপডেট। যে ধরনের অভিনয় করি সেটাকে প্রেজেন্ট করলেই হবে। 

কেমন কাটলো ২০১৫?
বছরটা অনেক ভালো কেটেছে। সব বছরই আমার ভালো কাটে।  

নতুন বছরের পরিকল্পনা কি?
ভালো কিছুই ঘটবে। 

ফেসবুকে প্রায়ই কবিতা পোষ্ট করছেন। লিখছেন ইদানীং?
যখন যা মনে হয় লিখে দিই। সেটা নিয়ে মানুষজন গবেষণা শুরু করেছে। অনেকে আপ্রিশিয়েট করছে। কবিতার আগ্রহ ছিল যে খুব একটা তা কিন্তু না। 

কি কি নাটক করছেন?
রাশেদ শামীম স্যামের ‘খোলা জানালা’ নামে একটি নাটকে কাজ করেছি। সামনে সপ্তাহে নতুন একটি সিরিয়ালের কাজ শুরু করবো। 

দৌড় সিনেমার আপডেট কি?
খুব শিগগিরই শুটিং শুরু হবে। 

কলকাতার চলচ্চিত্র ‘ষড়রিপু’তে কাজ করছেন। ছবিটা এখন কোন পর্যায়ে আছে?
শুটিং তো শেষ হয়েছে। এখন রিলিজ হওয়ার পর্যায়ে আছে।