logo

মানুষ দেখে সমুদ্রে ঝাঁপ সিংহের

 

মানুষ দেখে সমুদ্রে ঝাঁপ সিংহের

 

নয়াদিল্লি, ০৩ জানুয়ারি- জঙ্গলের ডেরা ছেড়ে জনপদে এসে ভড়কে গেল সিংহ। এমনিতে মানুষ সিংহকে ভয় পায়। কিন্তু ভারতের গুজরাতের আমরেলিতে মানুষ দেখে ভয় পেয়ে গেল জঙ্গলের রাজা। জাফরাবাদে জনপদে ঢুকে পড়েছিল ওই সিংহ। তাকে দেখতে জমে যায় প্রচুর ভিড়। আর অত মানুষ দেখেই ঘাবড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় সিংহ। কলকাতার সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্রে সিংহটি সাঁতার কাটতে থাকে। কিন্তু তার এই খেয়ালে বিপাকে পড়ে বন দফতর। সমুদ্র থেকে সিংহটিকে উঠিয়ে আনতে জেরবার হতে হয় বন বিভাগের কর্মীদের। প্রায় চার ঘন্টা ধরে চলে উদ্ধার অভিযান।

সে কখনও একটু পিছন ফিরে দেখে, আবার কখনও সাঁতারের মজায় মেতে থাকে। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি করে সমুদ্রেই তাকে বেহুঁশ করে দড়ি দিয়ে টেনে পাড়ে নিয়ে আশা হয়।

প্রতিবেদন থেকে আরো জানা যায়, সৌরাষ্ট্রের বিভিন্ন জনপদে এর আগেও সিংহ ঢুকে পড়ার খবর জানা গেছে। কিন্তু এই প্রথম কোনও সিংহকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে।