logo

চলতি অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতির শঙ্কা: সিডিপি

চলতি অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতির শঙ্কা: সিডিপি

ব্র্যাক সেন্টারে এ প্রতিবেদন প্রকাশ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ।

ঢাকা, ০৩ জানুয়ারি- ২০১৫-১৬ অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এই অর্থবছরের প্রথম ছয় মাসের পর্যালোচনা প্রতিবেদনে এই আশঙ্কা করা হয়েছে।

রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে এ প্রতিবেদন প্রকাশ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় তিনি বলেন, ‘চলতি অর্থবছরে বড় ধরনের রাজস্ব ঘাটতি হবে। যা প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো হতে পারে।’ এ ঘাটতির জন্য অস্থিতিশীলতাকেই দায়ী করেছেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উত্থাপন করেন সিপিডি’র গবেষক ড. তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, তেলের দাম ১০শতাংশ কমানো হলে জিডিপি প্রবৃদ্ধির হার দশমিক ৩ শতাংশ বাড়বে। মূল্যস্ফীতি কমবে শূন্য দশমিক ২ শতাংশ।

উল্লেখ্য, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।