logo

লন্ডনে বিয়ে করলেন সোহিনী-আজগর

লন্ডনে বিয়ে করলেন সোহিনী-আজগর

লন্ডন, ০৩ জানুয়ারি- সোহিনী আলম শহুরে শ্রোতাদের কাছে বেশ পরিচিত এ দুটি ব্যান্ডের গায়িকা হিসেবে। বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডন প্রবাসী এ গায়িকা এবার নতুন আরও একটি পরিচয় হলো। ঘরনী হলেন তিনি। বিয়ে করেছে সোহিনী।

পাত্র বাংলাদেশি, ‘আর্বোভাইরাস’ ব্যান্ডের গীতিকার ও গিটারিস্ট আসিফ আজগর। গত ২৯ ডিসেম্বর লন্ডনে তাদের বিয়ে হয়। সোহিনী আলম গান গাওয়ার পাশাপাশি কমলা কালেক্টিভ নামের লন্ডনভিত্তিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত।

তাঁদের প্রযোজিত প্রথম নাটক ‘বীরাঙ্গনা’ বিশ্বব্যাপী প্রদর্শনী হয়। এছাড়া ‘ক্ষ’ ব্যান্ড বাংলাদেশে খুব পরিচিত হয় ২০১২ সালে ডিসেম্বর মাসে। তখন ইউটিউবে ক্ষ-র গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানের মিউজিক ভিডিও প্রকাশ পায়৷ যা বেশ আলোচিত হয়।