logo

হুমা কোরেশীর প্রেমে সোহেল!

হুমা কোরেশীর প্রেমে সোহেল!

নয়াদিল্লি, ০২ জানুয়ারি- বলিউড অভিনেতা সোহেল খানের সঙ্গে মডেল ও অভিনেত্রী হুমা কোরেশীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বলিউড পাড়ায়। যদিও দুজনের কেউই এই সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি।

সম্প্রতি মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে নাকি কয়েকবার দেখা গিয়েছে এবং তাদের ডেটিং-এ যাবার খবরও রটেছে। সালমান খানের জন্মদিনের অনুষ্ঠানেও নাকি ঘনিষ্ঠ ছিলেন সোহেল-হুমা। এ খবরের সত্যতা নিয়ে যথন তোলপাড় চলছে বি-টাউনে ঠিক তখনই মুখ খুললেন সোহেল খানের স্ত্রী সীমা।

সীমার দাবি, হুমার সঙ্গে নাকি কোনো সম্পর্কই নেই সোহেলের। দিন কয়েক আগেই সালমান খানের জন্মদিনের অনুষ্ঠানে তারা সপরিবারে হাজির ছিলেন। সেখানে প্রায় ৫০০ অতিথির মধ্যে হুমা ছিলেন না। তাই সোহেল-হুমার ঘনিষ্ঠতার খবর একেবারেই মিথ্যা। 

সীমা প্রকাশ্যে মুখ খোলার পর এই সম্পর্ক নিয়ে টুইট করেছেন হুমাও। সেখানে মুম্বাইয়ের এক সংবাদপত্রকে আক্রমণ করে হুমা লিখেছেন, সোহেল তার বড় দাদার মতো। কোনো তথ্য যাচাই না করেই যা খুশি লিখে দেয় মিডিয়া। তবে হুমা বা সীমা সম্পর্কের বিষয়টি স্বীকার না করলেও  সোহেল খানের চুপ করে থাকা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

প্রসঙ্গত, সোহেল খান ১৯৯৮ সালে সীমা সাচদেব কে বিয়ে করেন। নির্ভান এবং ইউহান নামে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।