logo

নারায়ণগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত ১৫

নারায়ণগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত ১৫

নারায়ণগঞ্জ, ০৬ সেপ্টেম্বর- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিরোধপূর্ণ জমি দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে ফতুল্লার বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিসিক শিল্প নগরী লগোয়া শাসনগাঁও এলাকাতে পৌনে ১১ শতাংশ জমির মালিকানা নিয়ে অবন্তী গ্রুপের মালিক ও বিকেএমইএ‘র সহ সভাপতি আসলাম সানির সঙ্গে দেওয়ান গংদের বিরোধ রয়েছে। বিষয়টি ইতোমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় আসলাম সানির পক্ষে তারই কারখানার শতাধিক শ্রমিক লাঠিসোটা নিয়ে ওই জমিতে গেলে দেওয়ান গং তাদের বাধা দেয়। এরপর শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ।

সংঘর্ষে দেওয়ান গংয়ের তিন সহোদর আরমান দেওয়ান, সাদ্দাম দেওয়ান, সোলেমান দেওয়ান, পাভেল দেওয়ানসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। এছাড়া পুলিশের এসআই আশিষ ও ফটো সাংবাদিক কেএইচ মিলন এ ঘটনায় আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই আশিষ কুমার জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে তারা আমাকেও আঘাত করে। পরে অতিরিক্ত পুলিশ সেখানে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।